রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:১৩

অতিরিক্ত ভাড়া নেওয়ায় সুপার সার্ভিস বাসকে ৫ হাজার টাকা জরিমানা ।

April 19, 2023 , 5:13 pm


শরীয়তপুর প্রতিনিধি:যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় শরীয়তপুরে সুপার সার্ভিস বাসকে ৫ হাজারহাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যাতি চন্দ্র বিকাশ ভ্রাম্যমাণ আদালত আজ দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যাতি চন্দ্র বিকাশ জানান, আজ সদর উপজেলার বাস স্ট্যান্ড এবং প্রেম তলা মোড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। রাস্তার ২ ধারে এবং বাস স্ট্যান্ডর যত্রতত্র বাস এবং অন্যান্য পরিবহণ পার্কিং করে জনদূর্ভোগ সৃষ্টি করতে না পারে। শরীয়তপুর সুপার সার্ভিস একটি বাস ঢাকা থেকে শরীয়তপুর আসা এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারায় পাচ হাজার টাকা জরিমানা করা হয় । নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

এসময়ে যাত্রীরা অভিযোগ করে বলেন, আমরা বাসে উঠার পরই বাসের কন্টাকটার আমাদের ভাড়া কাটতে আসেন। তখন আমরা আগের নির্ধারিত ভাড়া ২৫০ টাকা দেই। তখন বাসের কন্টাকটার ৪০০ টাকা দাবী করেন। আমরা দিতে না চাইলে আমাদের সাথে খারাপ ব্যাবহার করেন। পরবর্তী তাদের দাবী অনুযায়ী ৪০০ টাকা দেই এবং সরকারি অভিযোগ কেন্দ্র অভিযোগ করি।

এবিষয়ে জানতে চাওয়ার জন্য শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার কে তার মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তাকে পাওয়া যায়নি।

Total View: 658