রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ৩:০২

অব্যাহত ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

October 6, 2020 , 6:43 pm
রাজবাড়ীতে মানববন্ধন এর স্থিরচিত্র

নিজস্ব প্রতিনিধিঃ

দেশব্যাপী ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে ফেসবুক ভিত্তিক “রাজবাড়ী হেল্পলাইন” নামক একটি সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালীন রাজবাড়ী হেল্পলাইন এর এডমিন জয়ন্ত কুমার দাস, সাংবাদিক সোহেল মিয়া, কবি ও সাংবাদিক সুপ্তা চৌধুরী, স্মৃতি ইসলাম, হিটো মামুন,মিজানুর রহমান, পাভেল রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ দেশব্যাপী অব্যাহত ধর্ষন ও নারী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত অপরাধীদের অনতিবিলম্বে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রাশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন।উল্লেখ্য রাজবাড়ী হেল্পলাইন সংগঠনের সদস্যরা সার্বক্ষণিক অন্যায়-দূর্নীতির বিরুদ্ধে ফেসবুকে সক্রিয় থাকেন।

Total View: 1537