সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচেটাং গ্রামে ৬ বছরের শিশু ধর্ষণ হয়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের শিকার মেয়েটি প্রথম শ্রেণীর ছাত্রী।আজ দুুুপুুর ১২টার দিকে ঘটনাটি হয়েছে।
ধর্ষেণর শিকার মেয়েটির মা বলেন আমার মেয়ে দুপুরের দিকে স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে তার মেয়েকে একা পেয়ে রানা (১৩) ধর্ষণ করেন।
আংগারিয়াতে ৬ বছরের শিশুকে ধর্ষণ
June 8, 2017 , 5:01 pm