শরীয়তপুর প্রতিনিধিঃ
সুপ্তা চৌধুরী।
আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
এর আগে সকাল ৯টার দিকে বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রব মুন্সীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যায়ের মৎস্য চাষ বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা খাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে বিশ্বমানের শিক্ষা দেয়া হচ্ছে। যারাই যতো ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বাইরে কোন চিন্তা করে না। আমরা সৌভাগ্যবান শেখ হাসিনার মত একজন প্রধানমন্ত্রী পেয়েছি।