আগামী কাল হজ্জ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন ইমরান হোসেন বেপারী
সফল ভাবে হজ্জ পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
ইসলাম ধর্মাবল্বী অর্থাৎ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় আবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ। শরীরিক ও আর্থিকভাবে সক্ষম পত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার জ¦সম্পাদন করা ফরজ বা আবশ্যিক। তাই মুসলমান হিসাবে অর্পিত দাইতত্ব পালনের জন্য আগামী ২৯ তারিখ শনিবার হজ¦ করতে সৌদি আরব এর উদ্দেশে যাবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমরান হোসেন বেপারী। এ ব্যাপারে গত মঙ্গলবার তার নিজ বাড়িতে এলাকার গন্যমান্য দের নিয়ে মিলাদ ও দোয়ার আয়জন করা হয়েছে। এসময় ইমরান বেপারী সকলের উদ্দেশে বলেন,যে ব্যক্তি আল্লাহর জন্য হজ্জ করেন এবং অশ্লীল ও গোনাহের কাজ থেকে বেচে থাকে,সে হজ্জ থেকে এমতবস্থায় ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে। তাই আপনাদের কাছে আমি জেনো সকল গুনাহ মাফকরে আপনাদের কাছে নিস্পাপ হয়ে আবার ফিরে আসতে পারি,আপনারা আমার জন্য দোয়া করনে এবং আমার ভুলত্রুটি ক্ষমা করে দিবেন।
আগামী কাল হজ্জ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন ইমরান হোসেন বেপারী।
July 28, 2018 , 10:26 pm