
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটি সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও সুষ্ঠভাবে উদযাপনের লক্ষ্যে নিয়মিত জাতীয় কর্মসূচি ছাড়াও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের সিদ্ধান্ত হয়।
দিবসটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, একুশে ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাকরণ, নিয়মিত এলাকার বাইরে সচিবালয় ও সংলগ্ন এলাকা এবং জিরো পয়েন্টের সড়কে বাংলা বর্ণমালা-সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, ভ্রাম্যমাণ টয়লেট নিয়মিত পরিষ্কারকরণের লক্ষ্যে টয়লেট প্রতি একজন করে ক্লিনারের ব্যবস্থাকরণ, সঠিক নিয়ম ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে ব্যাপক প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রভৃতি বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব রোকসানা মালেক এনডিসি, অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন ও মো. আব্দুল মান্নান ইলিয়াসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব রোকসানা মালেক এনডিসি, অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন ও মো. আব্দুল মান্নান ইলিয়াসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।