রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           শুক্রবার,  ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  রাত ১:৫০

“আপন বন্ধু মহলের পক্ষ থেকে অসহায় দুস্থদের ঈদ উপহার”

May 23, 2020 , 4:44 pm

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিভিন্ন অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ২০১২ সনের এস এস সি ব্যাচের আপন বন্ধু মহল নামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন ।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ও করোনা মহামারীতে কর্মহীন দুস্থ অসহায় ভেদরগঞ্জের এমন ১৩১টি পরিবারের মাঝে সয়াবিন তৈল ১কেজি, পোলাওর চাল১ কেজি,ডাল ১কেজি,সেমাই ১প্যাকেট,নুডুস ১প্যাকেট, দুধ ১প্যাকেট, হ্যান্ড ওয়াস ও চিনি ১কেজি করে বিতরণ করেন ।
আপন বন্ধু মহলের সদস্যরা বলেন “অসহায় মানুষেরা সংকটের সময় কিছুটা হলেও ভালো ভাবে ঈদের দিনটি কাটাতে পারে তাই আমাদের আপন বন্ধু মহলের পক্ষ থেকে এটি ক্ষুদ্র একটু প্রয়াস ।।

Total View: 1911