শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিভিন্ন অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ২০১২ সনের এস এস সি ব্যাচের আপন বন্ধু মহল নামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন ।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ও করোনা মহামারীতে কর্মহীন দুস্থ অসহায় ভেদরগঞ্জের এমন ১৩১টি পরিবারের মাঝে সয়াবিন তৈল ১কেজি, পোলাওর চাল১ কেজি,ডাল ১কেজি,সেমাই ১প্যাকেট,নুডুস ১প্যাকেট, দুধ ১প্যাকেট, হ্যান্ড ওয়াস ও চিনি ১কেজি করে বিতরণ করেন ।
আপন বন্ধু মহলের সদস্যরা বলেন “অসহায় মানুষেরা সংকটের সময় কিছুটা হলেও ভালো ভাবে ঈদের দিনটি কাটাতে পারে তাই আমাদের আপন বন্ধু মহলের পক্ষ থেকে এটি ক্ষুদ্র একটু প্রয়াস ।।