রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:২১

আসন্ন নাগেরপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল পুস্তি সকলের দোয়া প্রার্থী।

December 4, 2020 , 8:54 pm

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২১ সালের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন৷ সে লক্ষ্যে এখন থেকেই দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা৷

তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিলেন নাগেরপারা ইউনিয়নের মলংচড়া গ্রামের মরহুম মকফর উদ্দিন পুস্তির পুত্র এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও জনপ্রিয় মুখ বর্তমান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ি মোঃ সোহেল পুস্তি ৷তার শিক্ষাগত যোগ্যতা বি.এ কামিল মাস্টাস

দলমত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ ভোটারদের মুখে এখন পর্যন্ত সমাজ সেবক মোঃ সোহেল পুস্তির নাম উল্লেখযোগ্য ভাবে সকলের মুখে শোনা যায়
নাগেরপাড়া ইউনিয়নবাসী’রা বলছেন, মহামারি করোনাভাইরাস কালে সততা,দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তিনি। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বদা অগ্রনী ভূমিকা পালন করেছেন দলের ত্যাগী ও নিবেদিত প্রান মোঃ সোহেল পুস্তি।ওই নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান। জনগণের এ আবদার রক্ষার্থে মোঃ সোহেল পুস্তি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করার প্রস্ততি নিচ্ছেন।

তিনি বলেন,উন্নয়ন মূলক কাজ গুলো আরো গতিশীল করতে আমি জনগণের যে সমস্য গুলো আছে, সেগুলো সমাধান করতে আমি প্রার্থী হতে চাই। নাগেরপাড়া ইউনিয়নবাসীর সেবক হতে চাই।তিনি আরো বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগণের পাশে দাড়াতে চাই” তাঁদের সুখ দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকতে চাই। 

জানা যায়,  করোনা ভাইরাসের মহামারীর সময় সাধ্যানুযায়ী কর্মহীন খেটে খাওয়া অসহায় পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন মোঃ সোহেল পুস্তি।

Total View: 2113