রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:৩৭

ইকবাল হোসেন অপু’র নৌকার পক্ষে শতভাগ সমর্থন সনাতন ধর্মাবলম্বীদের

December 14, 2018 , 7:08 pm

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর -১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা জনাব ইকবাল হোসেন অপু’র নৌকা মার্কার সমর্থনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলার সনাতন ধর্মীয় নেতারা

১৩ ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রজনী পর্যন্ত শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির,চর সোনামুখী দাড়িয়া বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির,বড় সোনামুখী মন্ডল বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, চর সোনামুখী কিত্তনীয়া বাড়ি শ্রী শ্রী দূর্গা মন্দির, মনোহর বাজার শ্রী শ্রী হরি ঠাকুরের আঙ্গিনায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করা হয়

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি শ্রী মুকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক  মানিক ব্যানার্জি, পালং হরিসভা (জেলা কেন্দ্রীয়) মন্দিরের সভাপতি  বিমল কৃষ্ণ অধিকারী, সাধারণ সম্পাদক  গৌরচান বনিক ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি অনিক ঘটক চৌধুরী, সুশীল চন্দ্র দেবনাথ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর সদর উপজেলার শাখার সভাপতি সমীর কিশোর দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক  কমল চন্দ্র শীল,সদস্য  সমীর চন্দ্র শীল

উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন এই দেশ আমাদের তাই আমাদের ভয় পেলে চলবে না আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে। এখন আমাদের সময় এসেছে আর পিছুপা হলে চলবে না, অসাম্প্রদায়িকতার প্রতীক, সত্যিকারের হিন্দুপ্রেমী নেতা অপু ভাই। তাই তাকে নৌকা মার্কায় আমাদের শতভাগ সমর্থন এবং সর্বোচ্চ ভোট প্রদান করতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বুড়ির হাট শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সভাপতি শ্রী বিশ্বনাথ বোস , সাধারণ সম্পাদক শ্রী অসীম কুমার দে।দাড়িয়া বাড়ি শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি শ্রী সুভাষ দাড়িয়া, সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ মন্ডল।মনোহর বাজার শ্রী শ্রী হরি ঠাকুরের আঙ্গিনার সভাপতি শ্রী নীল রতন দাস, সাধারণ সম্পাদক শ্রী কমল কুমার সাহা সহ সনাতন ধর্মাবলম্বী ছাত্র-যুবক ও ভক্তবৃন্দরা।

Total View: 2095