রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:২৪

ইকবাল হোসেন অপু’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল।

April 13, 2019 , 10:39 pm

জার্নাল ডেক্সঃ বালাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহীর অন্যতম সদস্য ও শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপুর মায়ের  সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাদ মাগরিব বিনোদপুর বাসির আয়োজনে বিনোদপুর সকল জামে মসজিদে এই দোয়া মাহফিল হয়।
ইকবাল হোসেন অপুর মায়ের বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি এখন বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন। তিনি তার স্বামীর নামে এ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য ।
দোয়া মাহফিলে এলাকাবাসি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তাঁরা ইকবাল হোসেন অপুর মায়ের আশু সুস্থতা কামনা করেন।

Total View: 2012