রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           বুধবার,  ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ,  সন্ধ্যা ৭:০৪

ইন্টারনেটের দাম কমবে

January 10, 2019 , 10:49 am

সাশ্রয়ী মূল্যে সবার কাছে ইন্টারনেট পৌঁছানোটাই হবে আমাদের এবারের প্রথম কাজ বলে মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নতুন মেয়াদে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মঙ্গলবার প্রথম অফিস চলাকালীন তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের দাবি, তারা কম দামে ইন্টারনেট পেতে চায়। আমরা তাদের দাবির সঙ্গে একমত। আমরা সেই দাবি বাস্তবায়নের চেষ্টা করবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাগ্রামকে করা হবে শহরউল্লেখ করে পলক বলেন, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সেবা গ্রামে পৌঁছাতে হবে। গ্রামের একজন মানুষ এসব সেবা পেতে যদি শহরে আসেন তাহলে বৈষম্য কখনো দূর হবে না। গ্রামে শহরের সব সুবিধা নিশ্চিত করা গেলে তবেই না গ্রাম হবে শহর। আমরা এবার বিষয়ে বেশি জোর দেবো।

Total View: 1777