শরীয়তপুরের ডামুড্ডায় ইসলামপুর ইউনিয়নে শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরে কুতুব পুর নাংলা গ্রামের খলিলুর রহমানের ছেলে সোহাগ খান তাকে প্রায় সময়ই মারধর করে।
শুক্রবার তাকে মারলে সে চিতকার করলে তার ভাই হাফেজ ওসমান গনির ছেলে মোঃ আবদুল্লা, সাইফুল ও শাকিল তার চাচাতো ভাইয়ের হাত থেকে চাচাকে বাচাঁতে গেলে সোহাগ ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা করে।
এসময় তারা চলে যায় পরবর্তিতে সোহাগের শশুর ইদ্রিস সরদার, ভাগ্নে স্বাধীন শিকদার, হিমেল সরদার, মিশুক হাওলাদার, রফিক সরদার, লিপি আক্তার, সোনালী বেগম, সহ আরও অনেকে দেশীয় অস্ত্র রাম দা, ছেন দা, লাঠি সোটা নিয়ে হামলা চালায়।
এতে মোঃ আবদুল্লা, মোঃ সাইফুল ও মোঃ শাকিল গুরুতর আহত হয় আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বলেন, অভিযোগ পেয়েছি আসামী গ্রেপতারের চেষ্টা চলছে।
ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত
July 1, 2017 , 4:04 pm