রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:২৯

ইসলামপুরে দুলাল মাদবরের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত।

August 15, 2022 , 8:10 pm


নিজস্ব প্রতিবেদকঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, শোক সভা, দোয়া, বক্তৃতা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (১৫ আগস্ট) ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের আয়োজনো দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে তার নিজ অথ্যায়নে ২ হাজার মানুষের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করেন।

এই বিষয়ে দ্বীন মোহাম্মদ দুলাল মাদবর বলেন, হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনার আশায় দোয়া অনুষ্ঠিত করি দোয়া শেষে আমার নিজ অথ্যায়নে ২ হাজার মানুষের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করি। সবাই এই দোয়ায় অংশগ্রহন করায় ধন্যবাদ জানায়।

Total View: 816