রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১২:৪৯

উন্নয়নের স্বার্থে আবারো আঃ রাজ্জাক হাওলাদারকে চেয়ারম্যান চায় এলাকাবাসী

January 2, 2022 , 12:28 pm

শরীয়তপুর জার্নাল ডেস্কঃ
আসন্ন ৫ম ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নবাসী আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাবেক সফল চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদারকে

সারা দেশের ন্যায় ইউপি নির্বাচনের ৫ম ধাপে আগামী ৫ই জানুয়ারি নড়িয়া উপজেলায় ও নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিঝারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন আঃ রাজ্জাক হাওলাদার । মনোনয়ন সংগ্রহের পর থেকেই তিনি ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিক পাওয়ার পর থেকেই তিনি ভোটারদের কাছে তার চশমা প্রতিকে ভোট চাচ্ছেন এবং ভোটারা ও তাকে ভোট দেওয়ার ও ভোটে জয়ি করার কথা বলছেন।
বিঝারী ইউনিয়নবাসী মনে করে এলাকার উন্নয়নে ও কর্মীবান্ধব নেতা হিসেবে আঃ রাজ্জাক হাওলাদারেট বিকল্প নেই। তিনি এর আগে দুই বার চেয়ারম্যান
নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। প্রতিটি গ্রামে ব্রিজ-কালভার্ট, রাস্তা নির্মাণ ছাড়াও ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছেন। এলাকাবাসীর ধারণা আঃ রাজ্জাক হাওলাদার পুনরায় নির্বাচিত হলে এলাকা অনেক উন্নত হবে। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আঃ রাজ্জাক হাওলাদারের হাতে এলাকার উন্নয়ন করা সম্ভব বলে সচেতন মানুষ মনে করে।
এ ব্যাপারে আঃ রাজ্জাক হাওলাদার বলেন বলেন, আমি চেয়ারম্যান হয়েছি জনগণের জন্য। আমি আমার নেতাকর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষের সাথে আলোচনা করে এলাকায় উন্নয়ন কাজ করে চলেছি। আমি
পুনরায় নির্বাচিত হলে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে বিঝারী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব ইনশা আল্লাহ। আমি মানুষের দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে গরিব দুঃখী মানুষের কাজ করে যাচ্ছি। করোনা মহামারীতে অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি।

Total View: 866