রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:৪৮

এমপি অপু’র নির্দেশে অসহায় মানুষের পাশে ইতালি যুবলীগ নেতা সৈয়দ সুমন

April 2, 2020 , 7:46 pm

নিজস্ব প্রতিবেদকঃ
সমীর চন্দ্র শীল।

শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র নির্দেশে এবং শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়ার উদ্যোগে ও আটং গ্রামের সন্তান ইতালী প্রবাসী ইতালী আওয়ামী যুবলীগের নেতা সৈয়দ সুমনের সার্বিক সহযোগীতা এবং নেতৃত্বে তার নিজ এলাকা আটং গ্রামে করোনা আতঙ্কে কর্মহীন অসহায় প্রায় ৬০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২রা এপ্রিল ( বৃহঃস্পতিবার) দুপুর ১২ টায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার, পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর বেপারী,০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন হাওলাদার,সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল ফকির, জুয়েল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন বেপারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুদ্দীন বাবু,সহ সম্পাদক সমীর চন্দ্র শীল পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সবুজ,যুবনেতা রায়হান মাহমুদ সুজন,নয়ন খান,মিজানুর রহমান,পাপেল মুন্সি, ছাত্রলীগনেতা রিদোয়ান মাহমুদ রাজন,রাসেল সিকদার,নাজমুল হাওলাদার,হাসান সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার বলেন,সদর উপজেলা যুবলীগ শরীয়তপুর সদরের প্রত্যেকটি ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে চলছি। আর এই করোনা আতঙ্কে কর্মহীন অসহায় পরিবারের জন্য জননেতা ইকবাল হোসেন অপু এমপির নির্দেশে ও শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়ার উদ্যোগে বিভিন্ন এলাকার প্রবাসী ও অর্থনৈতিক ভাবে সচ্ছল ব্যক্তিদের ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ।এরই ধারাবাহিকতায় আজ আটং এলাকার সন্তান ইতালী প্রবাসী ছোট ভাই সৈয়দ সুমন অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।আমাদের শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু এবং শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের পক্ষ থেকে সুমনকে ধন্যবাদ জানাচ্ছি।

ইতালী আওয়ামী যুবলীগের নেতা সৈয়দ সুমন বলেন ,আমি আমার প্রিয় নেতা জননেতা ইকবাল হোসেন অপু ও শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়ার নির্দেশে করোনা ভাইরাসে সারাদেশব্যাপী লগডাউনের কারনে কর্মহীন অসহায় মানুষদের পাশে সল্পপরিসরে কিছু সাহায্য দেয়ার চেষ্টা করেছি।আমি আমার এলাকার অসহায় মানুষের পাশে আছি এবং সারাজীবন মানুষের পাশে থাকতে চাই।উক্ত কাজে আমাকে যারা সহযোগীতা করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Total View: 1486