খুন হতে এখন আর কোন কারণ লাগে না
“””””””””””””””””””””””””””””””””””””””
ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান আকন্দ
খুন হতে এখন আর কোন কারণ লাগে না
কিছুই করেনি কুকুরটি
ঘরের দুয়ারে দাঁড়িয়ে উচ্ছিষ্ট খাচ্ছিল
মোটা এক লাঠি এনে বাড়ির শান্ত ছেলেটি
দিলো এক সজোরে পিটান
মেরুদন্ড বাঁকা করে চীৎকার করতে করতে কিছুদুর গিয়ে মাটিতে নুইয়ে পড়লো কুকুরটি
বাপমা ময়মুরুব্বি কেউ বলল না কিছু তাকে
চুরি করতে এসে ছিঁচকেচোর ধরা পড়ল
এগিয়ে এলো ছেলেটি
বীরদর্পে পেটাতে লাগলো চোরকে
মারতে মারতে কিশোর চোরটির পা হাত ভেঙে দিল
কেউ বলল না কিছু
শুধু সাহসীই নয় মেধাবীও নাকি সে
বুদ্ধিশুদ্ধিও বেশ
তবে ড্রাইভার পিয়ন বুয়া সবার সাথে করে দূর্ব্যবহার
কলেজে যায় আসে
উড়ে চলে মোটরসাইকেলে
একদিন পুলিশ আসল বাসায়
জানাল ছেলে খুনের আসামী
কারণ
এখন আর খুনী হতেও কোন কারণ লাগে না
দল আর বসই ওদের সব
কচুগাছ কাটতে ডাকাত হয়
ওরাও কুকুর চোর পেটাতে পেটাতে গার্জিয়ানদের বেখেয়ালে অমানুষ হয়ে যায়
অমানুষ হয়ে হাসতে হাসতে একদিন খুনী হয়ে যায়
তাইতো
খুন হতে এখন আর কোন কারণ লাগে না।