লড়াই
…….সুপ্তা চৌধুরী
আমি প্রতিদিনই মরি
প্রতিদিনই বাঁচি,
এ কেমন বাঁচা
নাকি হতাশার ঝুড়ি!
দিন কেটে যায় বিশাল শূন্যতায়
আজও আমি সেই একা,
একাকিত্বের ভাষায়।
সবই আছে শুধু নেই আমি
আমার মাঝেই হাহাকার আমি
পৃথিবীতে একা মানুষ বড়ই
কেও নয় কারো এটা সত্যই।
ছুটে চলেছি অযথা তবু
জানা নেই সঠিক গন্তব্য!
অযথাই বপন করছি আমি
একে একে এতো কাব্য।
অকারনে চলে মান অপমান
ঘাতে প্রতিঘাতে হই বলিয়ান
বিধি চলবে কি তবে এভাবেই গতি?
এটাই হয়ত আমারই নিয়তি!
লড়াই করেই বাঁচতে হবে
এটাকে কি বাঁচা বলে?
বিধাতার এই লীলা খেলায়
খেলনা আমি বেলায় অবেলায়।