রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           বুধবার,  ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ,  সন্ধ্যা ৬:৪৮

কবি অতুল প্রসাদ সেন ও আবু ইসহাক পুরস্কার প্রদান

September 24, 2023 , 10:51 pm


নিজস্ব প্রতিবেদক:কবি অতুল প্রসাদ সেন ও কথাসাহিত্যিক আবু ইসহাক পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সেমিনার হলে পুরস্কার প্রধান করা হয়।

অতুল প্রসাদ-আবু ইসহাক সাহিত্য-সংস্কৃতি পুরষ্কার-২০২১ পেলেন লোকসঙ্গীতের প্রবাদপুরুষ বিচারগানের প্রবর্তক আবদুল হালিম বয়াতি, আবদুর রব শিকদার, মাহমুদ শফিক, ফণীন্দ্রনাথ রায়, এম এ আজিজ মিয়া।

ঢাকাস্থ শরীয়তপুর লেখক পরিষদের আয়োজনে কবি মিজানুর রহমান গ্রামসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার কৃতি সন্তান সাবেক সচিব ও রাষ্ট্রদূত,এ কে এম আতিকুর রহমান,নড়িয়া উপজেলার কৃতি সন্তান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর এডভোকেট সুলতান মাহমুদ সীমন,কবি ও গবেষক ড.তপন বাগচী।

এসময়ে অতিথিদের বরণ করেন শরীয়তপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি দেওয়ান আজিজ ও অন্যান্যরা।

Total View: 175