শরীয়তপুরে বিখ্যাত কবি ও জজকোর্টের পিপি মির্জা হজরত সাইজীর ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে। ১৫ মে বিকেল ৪ টায় দৈনিক রুদ্রবার্ত কার্যালয়ে কবির জন্মদিন পালন করা হয়।
পরে রুদ্রবার্তা সাহিত্য পরিষদের উদ্যোগে কবির বৈচিত্রময় জীবন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুদ্রবার্তা সাহিত্য পরিষদের সভাপতি এবং দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম পাইলট এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গেরিলা আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আজিজুর রহমান রোকন।
সভায় কবি মেহেদী মিজান, সাংবাদিক এ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, রেড ক্রিসেন্টের এ.কে আজাদ রহমানসহ অনেক কবি সাহিত্যিক গায়ক উপস্থিত ছিলেন। সে সময় কবি মির্জা হজরত সাইজীর কবিতা এবং তার জীবন দর্শণ নিয়ে আলোচনা করা হয়। পরে কবির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।