রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  বিকাল ৩:২২

“করোনা পরিস্থিতিতে অসচ্ছল পরিবারের মাঝে ব্র্যাকের মানবিক সহায়তা প্রদান ।”

April 5, 2020 , 8:02 pm

জার্নাল প্রতিবেদনঃ করোনা সৃষ্ট সংকটে অসচ্ছল পরিবারের মাঝে শরীয়তপুর সদর উপজেলায় ব্র্যাক ইউপিজি কর্মসূচির মাধ্যমে ১৫৬ টি পরিবার ,প্রতি পরিবারকে নগদ ১৫০০ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

গত শনিবার ২ই এপ্রিল শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে ব্র্যাক ইউপিজি কর্মসূচির মাধ্যমে বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ ।

এসময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক সমীর কুন্ড ,আঞ্চলিক ব্যবস্থাপক(দাবি)আরিফ রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক(ইউপিজি) অমর কৃষ্ণ ঘোষসহ আরো অন্যানরা।উল্লেখ্য প্রতি পরিবার ১হাজার ৫ শত টাকা করে ১৫৬ টি অসচ্ছল পরিবারকে মানবিক সহায়তা বাবদ সর্বমোট ২ লক্ষ ৩৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Total View: 1717