রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:২৫

করোনা প্রতিরোধে সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করলেন আঃ মান্নান খান ভাষানী।

March 23, 2020 , 4:04 pm

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে আগ্রহী করে তুলতে লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

আজ সোমবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলার সদর উপজেলার শৌলপারা ইউনিয়নে এলাকাবাসী, ভ্যান চালক, রিক্সা চালক, পথচারী, দোকানীদের মাঝে লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ করেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য ও সমাজ সেবক আঃ মান্নান খান ভাষানী।

এসময়ে সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা আঃ মান্নান খান ভাষানী বলেন, মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপির নির্দেশনায় আমি গরীব দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে এসে দারিয়েছি। গ্রামের মানুষ অসচেতন তাদের করোনা সম্পর্কে কোন ধারণা নাই। করোনা ভাইরাস থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তাও জানেনা গ্রামবাসীরা ।কারো যদি করোনা হয় তা হলে কি করনিয় সেই বিষয়টি গ্রামের অসচেতন মানুষের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে লিফলেট, সাবান ও মাক্স বিতরণ করছি এবং পরো জেলা ব্যাপী ১৫ হাজার মাস্ক, সাবান, লিফলেট বিতারণ করবো।

Total View: 1872