জেলায় সদর উপজেলার কাশিপুরে ছিনতাই কালে হাতেনাতে তিন নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা ১টার দিকে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের কাশিপুর হিন্দুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের জুনায়েত সিকদারের স্ত্রী পারবিন(৩৫), একই এলাকার বাচন মিয়ার স্ত্রী স্বপনা (২০), খালেক মিয়ার স্ত্রী আসা (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আংগারিয়া বাজার থেকে অটোবাইক করে টেকেরহাট যাচ্ছিলো দড়িচর দাতপুর গ্রামের হারুনা রশিদের স্ত্রী লুৎফা বেগম। এসময় ওই আটোবাইকে থাকা তিন নারী লুৎফার গলার সোনার চেইন ধরে ছিড়ে তিন নারী পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদেরকে ধরে আংগারিয়া ফাঁড়ির পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিন নারী ছিনতাইকারীকে আটক করে।
লুৎফা বেগম বলেন, ওরা আমার সোনার চেইন ছিড়ে নিয়ে পালাচ্ছিল। পরে আমি চিৎকার দিয়ে স্থানীয়রা ওদেরকে ধরে পুলিশে দেয়।
এ বিষয়ে পালং মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল বিশ্বাস বলেন, আংগারিয়া ফাঁড়ির পুলিশের হাতে তিন নারী ছিনতাইকারী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।