রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           মঙ্গলবার,  ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ,  বিকাল ৫:১২

ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় ‘ইশা প্রকাশন’।

February 5, 2023 , 10:33 pm


০৪ ফেব্রুয়ারি হতে বগুড়ার বি ব্লক, মাঝিড়ায় অনুষ্ঠিত মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় ০৪ নং স্টলে থাকছে বগুড়ার সুপরিচিত ‘ইশা প্রকাশন’।
স্টলে থাকছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দেশ-বিদেশের বিখ্যাত লেখকদের বই। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
মেলায় যাই, সাশ্রয়ী মূল্যে পছন্দের বই কিনি।
অনলাইনে অর্ডার করতে বা বিস্তারিত জানতে হট লাইন : ০১৭১৫ ৮০ ৪৮ ৪১

Total View: 365