রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:২৮

গোসাইরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসাদুজ্জামান রিপন জনপ্রিয়তায় এগিয়ে।

November 2, 2021 , 12:08 pm

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নে আসাদুজ্জামান রিপন সরদার জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ৷ ইতি মধ্যেই গোসাইরহাট ইউনিয়নবাসী একজোট হয়ে অাসাদুজ্জামান রিপন সরদার’কে সাথে নিয়ে প্রচার প্রচারনা শুরু করে দিয়েছে ৷ ইউনিয়নবাসীর একটাই চাওয়া অাসাদুজ্জামান রিপন সরদার’কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ৷

অাসাদুজ্জামান রিপন সরদার’র জনপ্রিয়তার বিষয় গোসাইরহাট ইউনিয়নবাসী বলেন- বর্তমানে যেই কজন প্রার্থী নির্বাচনে দাড়িয়েছে তাদের মধ্যে অাসাদুজ্জামান রিপন সরদার অন্যতম ৷ তার বাবা এই ইউনিয়নের একজন সুনামধণ্য চেয়ারম্যান ছিলেন ৷ তার সুজোগ্য পুত্র আসাদুজ্জামান রিপন সরদার একজন জনদরদি ভাল মানুষ ৷ আসাদুজ্জামান রিপন সরদার’কে অামরা বিগত দিনে সুখে দুঃখে সব সময় পাশে পেয়েছি ৷ তার সাথে সরাসরি মন খুলে কথা বলতে পেরেছি ৷ তার আর্থিক সহায়তায় গরিব অসহায় অসুস্থ ব্যক্তিরা চিকিৎসা পেয়েছে ৷ অনেক অসহায় মেয়ের বিবাহ হয়েছে ৷ তিনি তার নিজস্ব অর্থায়নে এই ইউনিয়নে মসজিদ মাদ্রাসা সহ অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন ৷ করোনা কালিন ও দূর্যোগের সময় তিনি তার সাধ্যমত এই ইউনিয়নে সাহায্য সহযোগীতা করেছেন ৷ তিনি শিক্ষিত, ভদ্র, সৎ,চরিত্রবান,দানশীল এবং সাহসী প্রতিবাদি ৷ তাই আমরা এই ইউনিয়নের সার্বিক উন্নতির জন্য অাসাদুজ্জামান রিপন সরদার’কে বেছে নিয়েছি ৷

আসাদুজ্জামান রিপন সরদার বলেন-অামার বাবা এই ইউনিয়নের রানিং চেয়ারম্যান ৷ আমার পিতার অসম্পূর্ন কাজ সমাপ্ত করার উদ্দেশ্যে গোসাইরহাট ইউনিয়নবাসীর চাওয়ায় অামি চেয়ারম্যান পদে দাড়িয়েছি ৷ অামি বিগত দিনে এই ইউনিয়নে দরবার সালিস,সাধারন মানুষকে অাইন হয়রানি,সামাজিক অনুষ্ঠান,দুর্যোগ মহামারি সহ সকল প্রকার সমস্যা সমাধান করার লক্ষে প্রত্যক্ষ ও পরক্ষভাবে কাজ করে গেছি ৷ তারঐ ধারাবাহিকতায় এই ইউনিয়নবাসীর চাওয়ায় আজকে অামি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহন করেছে ৷ অামি একশত ভাগ অাসাবাদি অামাকে গোসাইরহাট বাসী তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবে ৷ আল্লাহর রহমতে অামি নির্বাচিত হইলে গোসাইরহাট ইউনিয়নবাসীকে সাথে নিয়ে অামার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করব ৷ একই সাথে গোসাইরহাট ইউনিয়নকে অাধুনিকায়ন করে একটি উন্নয়নের রোল মডেল ইউনিয়ন হিসেবে দেশবাসীর কাজে উপস্থাপিত করব ৷ এবং সেই সাথে এই ইউনিয়নে মাদক,সন্ত্রাস,জুয়া সহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব,ইনশাআল্লাহ।

Total View: 1020