শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের চর পায়াতলি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিজাম উদ্দিন খান (৬৫) আহত হয়েছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে
মামলার এজাহার সুত্রে জানা যায়,৭৪ নং চরপায়াতলি মৌজায় মতিউর রহমান খানের সাথে ১০ শতাংশ জমি নিয়ে
তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো।
সম্প্রতি ওই জমিতে নিজাম উদ্দিন খান দখলে গেলে তাদের বিরোধ তিব্র আকার ধারণ করে।
পরে গত বুধবার দুপুরে নিজাম উদ্দিন খান গরু কিনতে সখিপুর বাজারের উদ্দেশ্য রওনা করে মতিউর রহমান খানের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় মতিউর রহমান খান,আক্তার খান,জামির খান,জাহিদ খান,দিদারুল খান মিলে অতর্কিত ভাবে হামলা করে সাথে থাকা গরু কিনার টাকা নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে রাস্তার পাশে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে নিজাম উদ্দিন খানকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
নিজাম উদ্দিন খানের ছেলে আলাউদ্দিন খান জানান,মতিউর রহমান খানের ২ ছেলে আক্তার ও জামির পুলিশে চাকুরি করে তাই তাদের ক্ষমতায় এলাকায় থাকা যায় না। কারো কোন জমিতে সমস্যা থাকলেই সেই জমিতে সে দখল করে নেয়।এমনি ভাবে আমাদের ও জমি দখলে করতে চেয়েছিলো কিন্তু পারে নাই তাই আমার বাবার উপর তারা এই ভাবে হামলা করছে।
এবিষয়ে অভিযুক্ত আক্তার খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাং বলেন,গত বুধবার দুই পক্ষ মারি- মারি করে হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং দুই পক্ষই থানায় অভিযোগ করছে। কিন্তু মামলা নেয়ার যোগ্য না তাই কোর্টে পাঠিয়ে দিবো অনুমতি নেয়ার জন্য।