রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           বুধবার,  ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ,  সন্ধ্যা ৬:৫৪

জাজিরার মূলনা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সেলিম সিকদারের এর ত্রাণ বিতরণ।

May 15, 2020 , 5:30 pm

শরীয়তপুর জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে ‌ করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে সাবেক চেয়ারম্যান সেলিম সিকদারের নিজ উদ্যেগে ২হাজার পরিবারের মাঝে ত্রান বিতারণ।

আজ শুক্রবার ১৫ ই মে এই ত্রান সামগ্রী বিতারণ করা হয়।

করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশেই চলছে লকডাউন। দীর্ঘদিন ধরে লকডাউন চলায় অসহায় হয়ে পরেছে কর্মহীন মানুষ গুলো। খেয়ে, না খেয়েও দিন কাটছে অনেকের। সেই অসহায় মানুষ গুলোর কথা চিন্তা করে শরীয়তপুর জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে বাড়িতে অবস্থান করা নিম্নআয়ের মানুষের মাঝে ২ হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী দিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সেলিম শিকদারের ব্যক্তিগত তহবিল থেকে । ত্রাণ সামগ্রী মধ্যে ছিল ১০ কেজি চাল ও ১ কেজি ডাল।

Total View: 1531