রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:৫৪

জাজিরায় পদ্মায় মা ইলিশ ধরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের ২৮ জেলেকে কারাদণ্ড

October 8, 2021 , 7:34 pm

শরীয়তপুর জার্নাল ডেস্ক

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ ধরার দায়ে ২৮ জন জেলেকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । আজ শুক ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত জাজিরার পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের রাফে মোহাম্মদ ছড়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জাজিরা আটকৃত জেলেদের এই কারাদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া বলেন,বছরের এই সময়টা ইলিশ মাছের প্রজনন মৌসুম। এ সময় ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য সমুদ্র থেকে নদীর মিঠা পানিতে আসে। এ কারনে পদ্মা নদীতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষন অভিযান চালাচ্ছে মৎস সম্পদ বিভাগ ও স্থানীয় প্রশাসন । এই ২২ দিন জেলেদের ইলিশ মাছ শিকার, বিক্রি, মজুদ, পরিবহন বন্ধ করেছে প্রশাসন। জেলেদের পাশাপাশি সাধারণ জনগণ ও এই নিয়মের আওতায় থাকবেন। এ সময় কোন জেলে নদীতে জাল ফেলতে পারবেন না। জেলেরা মা ইলিশ ধরার জন্য শেষ রাতের দিকে পদ্মা নদীতে নামছে। তাই জেলা প্রশাসন, মৎস বিভাগ, জেলা পুলিশ ও র‍্যাব ৮ এর সমন্বয়ে যৌথভাবে ভোর ৫ টার দিকে জাজিরার পদ্মা নদীর পালেরচর, বাবুরচর, কুন্ডেরচর ও ছিডারচর এলাকায় অভিযান শুরু করি। এসময় পদ্মা নদীতে জেলেদের নৌকার উপস্থিতি দেখতে পাওয়া যায়। সকাল ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে মা ইলিশ ধরার কারনে ২৮ জন জেলেকে আটক করা হয়।

অভিযানের সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ মাছ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করে ভ্রাম্যমান আদালত। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। ২০ কেজি ইলিশ মাছ স্থানীয় দুটি এতিমখানা এবং মাদ্রাসায় দেওয়া হয়েছে। আটকৃত ২৮ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালত ২১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

Total View: 1000