‘ভিক্ষা ভিত্তি জীবন নয়, জীবন হোক কর্মময়’
জাজিরায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন
জাজিরায় ভিক্ষুক পুনর্বাসন লক্ষ্যে আত্নকর্মস্থানের জন্য উপকরন বিতারন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় জাজিরা উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের অায়োজনে ও জাজিরা উপজেলা পরিষদ উদ্যোগে জাজিরায় ভিক্ষুকমুক্ত করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৫০ জন ভিক্ষুকের হাতে গ্যাসের চুলা,গ্যাস সিলিন্ডার, ছাগল, সেলাই মেশিন, চায়ের ফ্লাক্স-কাপ,হুইলচেয়ার, টিন ও ৫০০ করে টাকা এবং চায়ের দোকানের জন্য বিভিন্ন সামগ্রী তুলে দেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমত উল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক অালী সিকদার, এসময় অারো উপস্থিত ছিলিন, জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর,উপজেলা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।