রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       শুক্রবার,  ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  সকাল ৮:০১

জাজিরায় সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধের ঘটনায় মাবববন্ধন

April 25, 2017 , 1:47 pm

 

20170425_112822শরীয়তপুরের গঙ্গানগর বাজা‌রে দুই গ্রুপের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনায় মানববন্ধন ক‌রে‌ছে এলাকাবাসী । দুপুর সোয়া ১১ টার দি‌কে জা‌জিরা উপ‌জেলার মূলনা ইউনিয়‌নের লাউ‌খোলা বাজা‌রে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা ব‌লেন, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী, বোমাবাজ, মাদকাসক্ত, ইয়াবা ব্যবসায়ীরা গত শ‌নিবার এলাকার নিরীহ মানু‌ষের উপর বৃ‌ষ্টিরমত গু‌লিবর্ষণ ক‌রে‌ছে।
এতে ১২ জন গু‌লি‌বিদ্ধ হয় । তাই এই সন্ত্রাসী‌দের দ্রুত
গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাব‌ী করেন তারা।

এ সময় জা‌জিরা উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি
জিএম নুরুল হক, জা‌জিরা
পৌরসভার মেয়র মো. ইউনুস বেপারী, সা‌বেক মেয়র আবুল
খা‌য়ের ফ‌কির, জয়নগর ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম মিন্টুসহ এলাকার শত শত লোক উপ‌স্থিত ছি‌লেন।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা মিথুন ঢালী ও জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম মিন্টুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বিরোধের ফলে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়।

এরই সূত্র ধরে শনিবার সকালে শরীয়তপুর সদর উপজেলা ও জাজিরা উপজেলায় অবস্থিত গঙ্গানগর বাজারে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই গ্রুপের লোকজন প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই গ্রুপের অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ হয়ে আহতদের জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর
হাসপাতালে ভর্তি করা হয়। আহত দিপু কাজীর অবস্থা
আশঙ্কাজনক হওয়ায় তাকে
ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনার প‌রের‌দিন মিন্টুর সমর্থক আক্তার হো‌সেন বাদী হ‌য়ে ২৯ জ‌নের বিরু‌দ্ধে জা‌জিরা থানায় মামলা দা‌য়ের ক‌রেন। মিথুন ঢালী গ্রু‌পের সমর্থক হান্নান মোল্লা না‌মে একজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

 

Total View: 2313