শরীয়তপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশেই চলছে লকডাউন। দীর্ঘদিন ধরে লকডাউন চলায় অসহায় হয়ে পরেছে কর্মহীন মানুষ গুলো। খেয়ে, না খেয়েও দিন কাটছে অনেকের। সেই অসহায় মানুষ গুলোর কথা চিন্তা করে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নে ১৫”শত কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগ।
আজ ১৩ এপ্রিল সোমবার সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশে ও বিলাশপুর ইউনিয়ন চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু তাহের সরদারের নেতৃত্বে বিলাশপুর ইউনিয়নের ১৫’শত পরিবারের বাড়ি,বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতারণ করেন বিলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ ফারুক হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল জলিল মাদবর, এসময়ে আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী নেতা পান্নু খান,মেম্বার মজিবর মোল্লা, জামাল খান, শ্বপন খান প্রমুখ।
প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ বিতারণ করা হয়।