রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:৫৮

জাজিরা হেল্প ডেস্ক ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

July 13, 2020 , 4:23 pm

বিপ্লব হাসান হৃদয় ঃগতকাল ১২ জুলাই জাজিরা হেল্প ডেস্ক ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করার লক্ষে উক্ত সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্যদের কমিটি ঘোষণা করা হয়
যেখানে সর্বসম্মতিক্রমে সভাপতি মোঃ রাসেল মোল্লা, সহ-সভাপতি রিমেল খান ও সাধারণ- সম্পাদক মুগ্ধ আকন নির্বাচিত হন।
মোঃ মামুনুর রহমান মোল্লা সর্বসম্মতিক্রমে এ কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
উক্ত কমিটির মেয়াদকাল আগামী ২ বছরের জন্য নির্ধারণ করা হয় এবং আগামি ১ মাসের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদককে একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষনা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

জাজিরা হেল্প ডেস্ক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়ার পর থেকে তারা করোনা মহামারীতে অসহায় ও দুস্থ কর্মহীন মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সংগঠনের সদস্যরা উপজেলার বিভিন্ন পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে আসছে এবং গত ১১জুলাই উপজেলা সেনেরচর ইউনিয়নের ক্যান্সারে আক্রান্ত মোঃ শহিদ মাদবরের পরিবারের মাঝে এক লক্ষ টাকা প্রদান করেন।

ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে আসা সকলে তাদের অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

করোনা মহামারীতে জাজিরা হেল্প ডেস্ক ফাউন্ডেশনের এমন পদহ্মেপ কে মানবতার এক মহান দৃষ্টান্ত মনে করছেন উপজেলার সকল শ্রেণীর মানুষ!!

Total View: 2010