রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ২:১০

জাতির উদ্দেশ্যে শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

January 24, 2019 , 7:53 pm

শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

উল্লেখ্য, চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।

আওয়ামী লীগের একটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী তার ভাষণে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি রোধ, সুশাসন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন। এ ছাড়া দেশ গঠনের জন্য দেশবাসীর কাছে সহায়তাও চাইবেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি।

 

 

Total View: 1883