রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ৩:০১

জাতীয় কবিতা মঞ্চের শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা।

December 8, 2019 , 9:56 pm

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় কবিতা মঞ্চের শরীয়তপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার বিকেল ৫ টায় শরীয়তপুর জেলা উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি কবি মির্জা হজরত সাইজী সভাপতিত্বে ও আমিনুল এইচ এস সঞ্চালনায় করা হয়।

২১ সদস্যের নতুন কমিটিতে যারা রয়েছেন, সভাপতি কবি মির্জা হজরত সাইজী, সিনিয়র সহ- সভাপতি শাহজালাল মিয়া,সহ- সভাপতি নুরুল হক ঢালি, সাধারণ সম্পাদক এইচ এম শফিকুল ইসলাম শ্বপন,সহ- সাধারন সম্পাদক খান মেহেদী মিজান,দপ্তর সম্পাদক ইয়াসিন আযিয, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম জয়, সহ- প্রচার সম্পাদক সুপ্তা চৌধুরী, চিত্রাংকন ও প্রচ্ছদ সম্পাদক মোঃ জসিম আহমেদ, আবৃত্তি সম্পাদক খান হাছান মাছুদ,সংগীত সম্পাদক তারক নাথ কংস বনিক, নাট্য সম্পাদক
জাবেদ শেখ,নিত্য সম্পাদক কনিকা,সদস্য এড. মুরাদ হোসেন মুন্সী, বিএম আবুল কালাম, গনেন কর্মকার,মানিক লাল সাধু, সফিক সান্তন,রুদ্র রহমান,রাম চন্দ্র সাহা, আমিনুল এইচ এস।
কমিটি ঘোষণা করেন নুরুল হক ঢালি।

এছড়া অনুষ্ঠানে শরীয়তপুর জেলার বিশিষ্ট কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।সবাই বক্তব্য প্রদানের মাধ্যমে সংগঠনের উদ্দেশ্য এবং নিজেদের মনোভাব প্রকশ করেন।

Total View: 1665