রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:৪৬

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফ’র প্রচারাভিযান।

April 26, 2018 , 6:03 pm

ঢাকা ২৬  গণমাধ্যম সপ্তাহ ২০১৮ দেশব্যাপী সফল করতে বিএমএসএফ’র প্রচারাভিযান চলছে। কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার নাগরিক ঐক্যের কার্যালয়ে সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার নিকট ১৪ দফা দাবির প্রচারপত্র তুলে দেয়া হয়। এ সময় বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট, সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, ঢাকা জেলা কমিটির উপদেষ্টা কলিম এম জায়েদী, ঢাকা জেলা কমিটির সদস্য আবুল কাশেম তালুকদার টিটু উপ¯ি’ত ছিলেন।
নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করেন। মাহমুদুর রহমান মান্না তার প্রতিক্রিয়ায় বলেন, এটি সাংবাদিকদের যৌক্তিক দাবি, তাই সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি অর্জনের জন্য প্রচেষ্টা চালানো উচিত।

Total View: 2119