রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১২:১২

জাতীয় শোক দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত।

August 25, 2020 , 8:53 pm

সম্মিলিত সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার উদ্যেগে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি শরীয়তপুর জেলা শাখার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড. মুরাদ হোসেন মুন্সীর সভাপত্বিতে ও সাধারন সম্পাদক কবি ইসতিয়াক আতিক খানের পরিচালনায় মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শরীয়তপুর কোর্টের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট শরীয়তপুর জেলা শাখার সহ- সভাপতি কবি খান মেহেদী মিজান,কবি রুদ্র রহমান,এড.আজিজুর রহমান রোকন,এড.শহিদুল ইসলাম সজিব,সদ্যসাচী নজরুল,হাসান মাসুদ খান,,কবি আমিনুল এইস এস,কবি নাসরিন জাহান,অভিনেতা রতন,অভিনেতা জাহিদ হাসান,কবি নান্নু,ইয়াসিন আযীম,আবুল কালাম,শেখ কামাল, মাস্টার জালালা উদ্দিন খান প্রমুখ।

Total View: 1729