রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:০১

ডামুড্যায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা ।

May 4, 2017 , 3:11 pm

Screenshot_2017-05-04-21-08-14-1জেলার ডামুড্যা উপজেলার কুলকু‌ড়ি গ্রামে এসএস‌সি পরীক্ষায় ফেল করে সা‌মিম (১৬) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে।

বৃহস্প‌তিবার বিকেল ৪টার দিকে প‌শ্চিম কুলকুড়ির খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সামিম ওই গ্রামের শ‌হিদ খাঁর ছেলে।

স্থানীয়রা জানায়, এ বছর ডামুড্যা মুস‌লিম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএস‌সি পরীক্ষায় অংশ নেয় সা‌মিম।বৃহস্প‌তিবার ফল প্রকাশের পর দেখা গেছে সে গ‌ণিত ও হিসাববিজ্ঞান বিষয়ে ফেল করেছে।পরে অভিমা‌ন করে সে বিষপান করে আত্মহত্যা করেছে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি।এর বেশি কিছু তিনি জানেন না বলে জানান তিনি।

Total View: 2043