শরীয়তপুর সদর উপজেলার ডোমসার থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।
অাটক রাজন ঢালী (১৯) গোসাইরহাট উপজেলার হাটুরিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের পাঁচকাঠি গ্রামের মৃত রমিজ উদ্দিন ঢালীর ছেলে।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার মোড়ে মোটর সাইকেলে তল্লাসী চালায়। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক রাজনকে অাটক করা হয়। ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। রাজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি জানান, পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই মনজুর আহমেদ, এসআই খালেদুজ্জামান, আহসান হবীব, কনেস্টাবল বাচ্চু মোল্যা, সজিব মোল্যা, মহিউদ্দিন শামীম, বিপ্র দাস, আল আমিন, মেহেদী হাসান। মাদক নির্মূলে আমাদের এ অভিযান আব্যাহত থাকবে।
২৪-০৮-২০১৭