রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:২৩

ডোমসারে ১হাজার ৫০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

April 30, 2017 , 12:22 pm

20170430_180917শরীয়তপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। রোববার বেলা দেড়টার দি‌কে সদর উপ‌জেলার ভাসক‌র্দি গ্রা‌মের স‌লেমান মেল্যার বা‌ড়ির সামন থে‌কে তা‌কে আটক করা হয়।

আটক সদর উপজেলার ডোমসার ইউনিয়‌নের চর কোয়ারপুর গ্রা‌মের কা‌শেম ফকি‌রের ছে‌লে র‌বিন ফ‌কির (২৬)।

পালং ম‌ডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. খ‌লিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভাসক‌র্দি গ্রা‌মে অভিযান চালায়।

তখন ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ র‌বিন‌কে আটক করা হয় । ও দীর্ঘ‌দিন ধ‌রে মাদক ব্যবসা ক‌রে আস‌ছেন।

অ‌ভিযা‌নে পালং ম‌ডেল থানার উপপ‌রিদর্শক (এসআই) গুলজার আলম, আশ্রাফুল ইসলাম, সবুর মিয়া, ম‌জিবুর রহমান, সহকা‌রি উপপ‌রিদর্শক (এএসআই) আক্রাম খান ও র‌ফিকুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন।

Total View: 2050