রেজি: নং - আবেদিত, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                                           রবিবার,  ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ,  ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ,  রাত ১:৪১

ডোমসার ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত।

August 15, 2018 , 2:26 pm

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি ডোমসার ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি চানমিয়া মাদবরের সভাপত্বিতে বুধবার সকাল ১০ টায় ডোমসার ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডোমসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান,যুগ্ন সাধারণ সম্পাদক মিজান মোঃ খান, প্যানেল চেয়ারম্যান (১) মোঃ আমির হোসেন মাদবর, প্যানেল চেয়ারম্যান (২) আঃ মতিন ছৈয়াল, আমেরিকা প্রবাসি আমিনুর রহমান রুবেল, রুস্তম মাদবর, কবির মাদবর, মতি মাদবর, আলি আকবর বেপারি, রফিক মুন্সি, মোদাছের মাদবর, মোস্তাফা খান প্রমুখ।

Total View: 1708