![](https://shariatpurjournal.com/wp-content/uploads/2021/10/received_1488723291503451.jpeg)
জার্নাল ডেস্কঃশরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে মডেল হিসাবে গড়ে তুলতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান মোঃ গোলাম মোস্তফা মাদবর । তিনি শরীয়তপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ।
রবিবার (৩অক্টোবর)সন্ধা ৭ টায় ডোমসার ইউনিয়ন বাসীদের নিয়ে জনসংযোগ করেন মোঃ গোলাম মোস্তফা মাদবর
এ সময় দেলোয়ার খানের আয়োজনে ও প্রবীন আওয়ামী লীগ নেতা শামসুল মোল্লার সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম মোস্তফা মাদবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা মাদবর বলেন,আসন্ন ডোমসার ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সব শ্রেনী-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থী।
স্থানীয়দের মাধ্যমে জানাযায়, তিনি প্রায় প্রতিদিনই ডোমসার ইউনিয়নে সব শ্রেনীর ভোটারদের মাঝে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। আর নতুন ও পুরাতন ভোটাররা চান নিরীহ,সৎ ও যোগ্য একজন মানুষ এবার তাদের ডোমসার ইউনিয়নের চেয়ারম্যান পদে আসুক।যাকে মানুষের বিপদে আপদে কাছ পাওয়া যায়।
ডোমসার ইউনিয়নের সব শ্রেনী-পেশার মানুষের কাছে অতি পরিচিত ও সমাজসেবী মোঃ গোলাম মোস্তফা মাদবর সাংবাদিকদের জানান, এবার ডোমসার ইউনিয়নকে মডেল হিসাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই দাবি আমাকে নৌকার মনোনয়ন দিয়ে ডোমসার ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ দেয়া হোক। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আমার পিছুটান বলতে কিছু নেই। বাকি জীবনটা আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জনসেবায় কাটিয়ে দিতে চাই। তিনি বলেন,নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হলে ডোমসার ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ।