![](https://shariatpurjournal.com/wp-content/uploads/2017/07/FB_IMG_1499523992504.jpg)
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার বাজার ব্যাবসায়ী কমিটি নির্বাচনে মোঃ দেলয়ার খান সভাপতি ও সামছুল হক ঢালী সাধারন সম্পাদক বিজয়ী হয়েছেন।
অাজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠ ও সান্তিপুর্ন্য ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে ৷
এই নির্বাচনে ১৫টি পদে মোট ৩২ জন প্রার্থী পতিদ্বন্দিতা করছেন ,মোট ভোটার সংখ্যা ২৩৩টি ভোট কাস্ট হয়েছে ২২৯টি ,সভাপতি পদে ছাতা মার্কা প্রতিক নিয়ে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন খান ৷ সহ-সভাপতি (১) পদে হরিন মার্কা প্রতিক নিয়ে ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ সিরাজুল হক মোল্লা(২) দেয়াল ঘরি মার্কা প্রতিক নিয়ে ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মোকশেদ তপাদার, সাধারন- সম্পাদক পদে তালা মার্কা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ শামসুল হক ঢালী,অর্থ-সম্পাদক পদে টেলিভিসন মার্কা প্রতিক নিয়ে ১০৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ নুরুল ইসলাম বেপারী,সাংগঠনিক-সম্পাদক পদে তাল গাছ মার্কা প্রতিক নিয়ে ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ অাবুল হোসেন খান,পোচার-সম্পাদক পদে মোবাইল ফোন মার্কা প্রতিক নিয়ে ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ সুরুজ মিয়া,দপ্তর-সম্পাদক পদে হারিকেন মার্কা প্রতিক নিয়ে ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ জাকির হোসেন,ক্রিয়া ও সাংস্কিতিক পদে প্রজাপতি মার্কা প্রতিক নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ জিল্লুর রহমান ৷