রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,  ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:৪১

দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু ৩ হাজার ৬০০ মিটার।

February 12, 2020 , 7:08 pm

শরীয়তপুর প্রতিনিধিঃ

সুপ্তা চৌধুরী।

দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর ২৪তম স্পেন বসানোর মধ্য দিয়ে ৩ হাজার ৬০০ মিটার দৃশ্যমান হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩০ ও ৩১ নম্বর পিলারের উপর এ স্প্যানটি বসানো হয়। ইতোমধ্যে সেতুর প্রায় ৮৫.০৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের এ খবর নিশ্চিত করেছেন।

পদ্মাসেতু সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর ১ম স্পেন, ২০১৮ সালের ২৮ জানুয়ারী দ্বিতীয় স্পেন, ১০ মার্চ তৃতীয় স্পেন, ১৩ এপ্রিল ৪র্থ স্পেন, ২৯ জুন ৫ম স্পেন, ২০১৯ সালে ২৩ জানুয়ারী ৬ষ্ট স্প্যান, ২০ ফেব্রুয়ারী ৭ম স্পেন, ২০মার্চ ৮ম স্পেন, ১৮ এপ্রিল ৯ম স্পেন ও ০২-ফেরুয়ারী-২০২০ তারিখে ২৩তম স্পেন বসানো হয়েছিল। মাওয়া মুন্সিগঞ্জের পান্তের ১২-১৩ নং পিলার উপর অস্থায়ীভাবে বনানো ছিল। সেখান থেকে আজ সকালে ২৪তম স্পেন নিয়ে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়ানি হাউ শরীয়তপুরের জাজিরার উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০টায় পৌছে। দুপুর ১টা ২০ মিনিটে ৩০ ও ৩১ নম্বার পিলারের উপর স্পেনটি বসানোর মধ্যদিয়ে পদ্মাসেতুর কাজ আরও একধাপ এগিয়ে যায়। এ নিয়ে জাজিরা প্রান্তে ১৪টি স্পেন বসানো হলো।
জাজিরা প্রান্তে দৃশ্যমান হলো ২১০০ মিটার। অপরদিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১০ স্পেন বসানো হয়। পদ্মা সেতুর দৃশ্যমান হলো ৩ হাজার ৬০০ মিটার।
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের উপর ৪১টি স্পেন বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু নিমার্ন করা হবে। এর মধ্যে সবকটি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ। এ স্পেনটি বসানোর সংবাদে পদ্মা পাড়ের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পদ্মাসেতুর কাজ শেষ হলে দক্ষিন পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনৈতিতে নুতন মাত্রা যোগ হবে। পদ্মাসেতুর দু’পাড়ে গড়ে উঠবে বিশ্বমানের শহর। কল-কারখানায় ভরে উঠবে এ এলাকা। শ্রমজীবি মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারা দেশের সাথে দক্ষিন পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

মঙ্গল মাঝির ঘাটের সামসুদ্দিন সরদার বলেন, পদ্মাসেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আজ ২৪তম স্পেন বসছে দেখে খুশী হলাম। আশা করি পদ্মাসেতু ২০২১ সালের মধ্যে যানবাহন চলাচলের উপযোগী হবে।
সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আঃ কাদের বলেন, মঙ্গলবার পদ্মা সেতুর ২৪তম স্পেনটি বসানো হলো। ইতোমধ্যে সেতুর প্রায় ৮৫.০৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুলাই মাসের মধ্যে সবক’টি স্পেন বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলবো বলে আশা করছি।

Total View: 1329