রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       সোমবার,  ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:৪৩

দেলোয়ার তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন।

March 27, 2018 , 3:53 pm

ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা এবং নশাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোঃদেলোয়ার হোসেন তালুকদার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবলম্বে নিঃশর্তে মুক্তি জন্য ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয়রা মানববন্ধন করেন।
আজ মজ্ঞলবার সকাল ১১টায় এই মানবন্ধন হয়।
এসময় মানবন্ধনে বক্তারা বলেন, আমাদের অধ্যক্ষ দেলোয়ার তালুকদার নির্দোষ তাকে রাজনীতিক কোন্দলের কারনে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।
তিনি সাবেক জেলা আওয়ামীলীগ নেতা ও নশাসন ইউনিয়নের পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং তিনি একজন অধ্যক্ষ সে এইরকম কোন কাজ করে নাই যে যার জন্য তাকে জেলে যেতে হবে, আমরা তার নিঃশর্তে মুক্তি চাই।
মানবন্ধে উপস্থিত ছিলেন, নশাসন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবলীগ ও ছাত্রলীগ নেতারা,এছারা ও ছিলেন ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

Total View: 2119