রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:৪৪

দেশীয় অস্ত্র তৈরি করার সময় ২ জন আটক

April 26, 2017 , 3:23 pm

received_1965021337055075জেলার সদর পৌরসভার স্বর্ণঘোষ থেকে দেশীয় অস্ত্র তৈরি করার সময় ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ড রাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, সদর উপজেলার তুলাসার ইউনিয়নের চরস্বর্ণঘোষ গ্রামের সন্ধিসার গ্রামের মৃত আব্দুল মজিদ খার ছেলে খলিল খাঁ (৫০) ও আউয়ুাব আলী আকনের ছেলে নান্নু আকন (৩৫)।

শরীয়তপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মোশারফ তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় দেশীয় অস্ত্র তৈরির কারিগর নান্নু আকন ও খলিল খাঁ নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১টি ঢাল, ১০টি টেঁটা, একটি দাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বাড়ির মালিক মোশারফ তালুকদারকে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চলছে।

Total View: 2054