রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  বিকাল ৩:২২

দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধির মেয়ে পেল ট্যালেন্টপুলে বৃত্তি

March 24, 2020 , 2:40 pm

স্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুর জার্নাল।

জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেল দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের মেয়ে আরদ্বী বিনতে মাহমুদ ইকরা।

ইকরা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া রহমতউল্লাহ নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৯ সালের ৮ম শ্রেণির সমাপনী (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮৬ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।

সাংবাদিক বাবা এবং ওই স্কুলেরই শিক্ষিকা সেলিনা শিরীনের একমাত্র মেয়ে আরদ্বী বিনতে মাহমুদ ইকরা ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায়। সে সবার দোয়া ও আশীর্বাদপ্রার্থী।

Total View: 1349