জেলার সদর উপজেলার ধানুকায় ইউএনও হস্থক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সোনিয়া অাক্তার(১৫)। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ধানুকায় বাল্য বিয়ের উপর অভিযান চালানো হয়। এ সময় বাল্য বিয়ের থেকে রক্ষা পায় সোনিয়া। সে এবার জেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছে। তার বাবা বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা দিয়েছে।
এ সময় শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর অাব্দুল রশিদসহ পালং মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।