রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ১:৩৭

নড়িয়া রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুইটির পথসভা ও উঠান বৈঠক

October 21, 2021 , 6:59 pm

শরীয়তপুর জার্নাল ডেস্ক: শরীয়তপুরের নড়িয়া উপজেলা রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন সুইটি বেগম। সব সময় ইউনিয়নের মানুষের দারে দারে গিয়ে নিচ্ছেন দোয়া, করছেন উঠান বৈঠক ও পথসভা সহ মোটর সো-ডাউন চলছেই । বুধবার সকালে সুইটি বেগমের পক্ষে রাজনগর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় হাজারো সাধারণ জনগন নিয়ে একটি পথসভা করেন। সুইটি বেগমের পক্ষে তার স্বামী নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত কার্যকরী সদস্য আবু আলেম মাদবর এর নেতৃত্বে পথসভাটি বিলদেওনিয়া থেকে হাসেরকান্দি হয়ে তাল তলাবাজার, পোরাকান্দি,বেইলী ব্রীজ,আন্ধার মানিক বাজার,থানার কান্দি,পোনাই খার কান্দি,বটতলা বাজার,কাজি কান্দি হয়ে অন্তত ১০ টি গ্রাম অতিক্রম করে পথ সভাটি বিলদেওনিয়া মাদবর বাড়ির সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথ সভায় পরিনিত হয়। এসময় রাজনগর ইউনিয়নের হাজার হাজার লোকের উপস্থিতিতে বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্র নেতা,বি.এন.পি জামায়াতে জুলুম নির্যাতনের শিকার, আবু আলেম মাদবর বলেন,সামনে আসন্ন রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন এই রাজনগর ইউনিয়নটি অনেক অবহেলিত আপনারা নিজ চোখ উপলব্ধি করতে পারছেন। আপনারা এর আগে বসন্ত কোকিলদের ভোট দিয়ে নির্বাচিত করছেন,কিন্তু এলাকা -সহ পুরো ইউনিয়নটি কোনো উন্নতি হয়নি, আপনার এর আগে আমাকে চেয়ারম্যান পদে জনগনের মনোনীত প্রাথী করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য তখন আমার দল বাংলাদেশ আওয়ামীলীগ রাজনগর ইউনিয়ন নৌকার মনোনয়ন দেন অন্যকে। যার ফলে ইউনিয়নটিতে বি এন পির কোনো প্রাথী না হওয়া জনগনের সিন্ধান্তে সতন্ত্র নির্বাচন করতে হয়েছিলো আমার।২০২১ সালে এই ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের কঠোর সিদ্ধান্ত কারনে আমি এবার দলিও মনোনয়ন পাবোনা জেনে এই নির্বাচনের সিদ্ধান্ত চেঞ্জ করি। তাই এখন এই রাজনগর ইউনিয়নের জনগনের সিদ্ধান্ত নেন আমার সহ -ধর্মিনী মিসেস সুইটি বেগমের জন্য দলীয় নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাসী। ইতিমধ্যে ইউনিয়ন বাসি সবাই জোটবদ্ধ হয়েছে। তার পক্ষে মাঠে কাজ করছেন। এছাড়াও ছাত্র ও যুব সমাজের মাঝেও সুইটির গ্রহণযোগ্যতা রয়েছে। তাছাড়া দীর্ঘদিন ধরে রাজপথে সুইটি বেগম সর্বদায় থাকেছেন। আবু আলেম আরো বলেন, রাজনগর ইউনিয়নের জনগন এবার আপনারা চাইলে নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান হলে সুইটি এই অবহেলিত রাজনগর ইউনিয়নটিকে উন্নয়নের রোল মডেল ও উন্নত ইউনিয়ন হিসেবে গোড়ে তুলতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

Total View: 1076