শরীয়তপুর প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।এসময় তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা তাকে অবহিত করা হয়। মাননীয় সংসদ সদস্য মহোদয় ধৈর্য্য সহকারে সকলের কথা শোনেন এবং সকল সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি শ্রী মুকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শ্রী মানিক ব্যানার্জি, পালং হরিসভা (জেলা কেন্দ্রীয়) মন্দিরের সভাপতি শ্রী বিমল কৃষ্ণ অধিকারী, সাধারণ সম্পাদক শ্রী গৌরচান বনিক , বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি শ্যামসুন্দর দেবনাথ, অনিক ঘটক চৌধুরী, সুশীল চন্দ্র দেবনাথ মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট রাধা রানী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর সদর উপজেলার শাখার সভাপতি শ্রী সমীর কিশোর দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য শ্রী সমীর চন্দ্র শীল, সঞ্জিত পাল, অতনু ঘটক চৌধুরী প্রমুখ