রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বুধবার,  ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  দুপুর ২:২৭

নবনির্বাচিত সংসদ সদস্য অপু’কে নিসচা শরীয়তপুর জেলা শাখার ফুলেল শুভেচ্ছা।

January 1, 2019 , 6:34 pm

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপুর সাথে    ফুলেল শুভেচ্ছা ও   সৌজন্য সাক্ষাৎ করেন নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন সমস্যার কথা তাকে অবহিত করা হয়। মাননীয় সংসদ সদস্য মহোদয় ধৈর্য্য সহকারে সকলের কথা শোনেন এবং সকল সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন

এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মুরাদ মুন্সী, সাধারণ সম্পাদক শ্রী সমীর চন্দ্র শীল,সহ- সভাপতি হাসান মাসউদ খান, এনামুল হক সোহেল, যুগ্ন-সাধারণ সম্পাদক সোহাগ খান সুজন, মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক আঃ মোতালেব সুমন, প্রকাশনা সম্পাদক রাজন কুমার সাহা,প্রচার সম্পাদক রুপক চক্রবর্তী,কার্যকরী সদস্য বিপ্লব হাসান হৃদয়,শাহরিয়ার আলমগীর জয় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Total View: 2532