রেজি: নং - আবেদিত ২০১৬খ্রিঃ, প্রতিষ্ঠাকাল: ১মার্চ ২০১৪                       বৃহস্পতিবার,  ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,  ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,  রাত ১:৪৯

নশাসন ইউনিয়ন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন।

April 26, 2018 , 5:38 pm

নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের ৩ সদস্য বিশিষ্ট কমিটি  অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে যুবলীগের পক্ষে নড়িয়া উপজেলার যুবলীগের অাহ্বায়ক নাসির সরদার,যুগ্ন-অাহ্বায়ক উজ্জল, কামাল মৃধা ও সেচ্ছাসেবকলীগের পক্ষে নড়িয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার  হোসেন অনুমোদন দেয়।

জাতীয়  সংসদ নির্বাচন প্রচারণার লক্ষে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের নেতা ডগ্রী স্কুল এন্ড কলেজ সহ একাদিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠিতা  নশাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদারকে গণ সংবর্ধনা ও গণ সমাবেশ অনুষ্ঠানে অধ্যক্ষ দেলোয়ার তালুকদার  এই কমিটি ঘোষণা করেন।

যুবলীগ কমিটিতে যারা আছেন  সভাপতি পদে তাজেল সরদার, সাধারণ  সম্পাদক পদে ওয়ালীউর রেজা মামুন,সাংগঠনিক সম্পাদক  মাছুম ছৈয়াল, অারিফ হোসেন ঢালী, নাসির মাহমুদ।

সেচ্ছাসেবকলীগের ৩ সদস্য  কমিটিতে যারা, সভাপতি পদে জাহাঙ্গীর চোকিদার, সাঃ সম্পাদক পদে আনোয়ার  হোসেন বেপারি, সাংগঠনিক পদে আউয়াল মাঝি।

পরবর্তীতে পুনাঙ্গ কমিটি  ঘোষনা করা হবে।

Total View: 2210